সংবাদদাতা, আলিপুরদুয়ার : পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে চা-শ্রমিকদের জোরালো আন্দোলন। আজ শুক্রবার থেকে আন্দোলনে নামছেন চা-শ্রমিকেরা (Tea workers)। তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের ডাকে ভুটান সীমান্তের সংকোশ চা-বাগান থেকে শুরু হবে চা-শ্রমিকদের পদযাত্রা। এই পাদযাত্রা পাঁচ দিন ধরে চলে জেলার প্রায় প্রতিটি চা-বাগান ছুঁয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ১৩ ডিসেম্বর পৌঁছাবে জলপাইগুড়ি। সেখানে কেন্দ্রীয় সরকারের পি এফ অফিস ঘেরাও করবে চা-শ্রমিকরা (Tea workers) তাদের ন্যায্য পাওনার দাবিতে। আর এই আন্দোলনের কারণেই একপ্রকার ঘুম উড়েছে বিজেপি শিবিরের। আন্দোলন শুরুর আগের দিন বৃহস্পতিবারই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন চা-শ্রমিকেরা। সম্প্রতি বিজেপির প্ররোচনায় ফের বন্ধ হয়েছে চা-বাগান। বড়দিনের আগে কোহিনূর চা-বাগান বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন বহু শ্রমিক। এই নিয়ে তাঁদের ক্ষোভ রয়েছে। চা-শ্রমিকরা তীব্র আক্রমণ শানালেন স্থানীয় সাংসদের দিকে। তাঁরা বলেন সাংসদ জন বারলা যে নিজেকে চা-শ্রমিক বলে প্রচার করে, ভোটে জিতে সেই তিনিই মন্ত্রী হয়ে বেমালুম ভুলে গিয়েছেন চা-শ্রমিকদের। তাঁরা স্পষ্টই জানিয়ে দেন বিজেপিকে জবাব দেবে চা-শ্রমিকেরা।
আরও পড়ুন-৩ দিনের ব্যবধানে ২ বার গ্রেফতার সাকেত, গর্জে উঠলেন অভিষেক