খেলা

মুম্বইয়ে রোহিতরা, চলে আসতে পারেন হার্দিকও

মুম্বই, ৩০ অক্টোবর : টানা ছয় ম্যাচে জয়। বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে টিম ইন্ডিয়া। বাড়তি সুখবর, দ্রুত ফিট হয়ে উঠছেন হার্দিক পান্ডিয়াও। লখনউ থেকে সোমবারই মু্ম্বই পৌঁছে গেলেন রোহিত শর্মা অ্যান্ড কোং। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। বোর্ড সূত্রের খবর, সেই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন হার্দিক।

আরও পড়ুন-শ্রীলঙ্কাকে হারিয়ে দৌড়ে টিকে রইল আফগানিস্তান

তবে তারকা অলরাউন্ডারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা ম্যাচে হার্দিকের খেলার কোনও সম্ভাবনা নেই। এমনকী, রাউন্ড রবিন লিগের বাকি দুটো ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তাঁকে ২২ গজে দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে, হার্দিককে সেমিফাইনাল থেকে খেলানোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন-ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তৎপর প্রশাসন

বিসিসিআইয়ের এক অধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, হার্দিক বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নেটে বোলিং শুরু করেছে। আগের থেকে অনেকটাই সুস্থ। তবে চিকিৎসকরা ওর দিকে নজর রাখছেন। টিম ম্যানেজমেন্ট ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। চেষ্টা চলছে নকআউট পর্বের আগেই ওকে পুরোপুরি ফিট করে তোলার। শ্রীলঙ্কা ম্যাচের আগেই হার্দিক শিবিরে যোগ দিতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে চিকিৎসকদের সবুজ সঙ্কেতের উপর।

আরও পড়ুন-আন্দোলন চতুর্থ দিনে ধর্নামঞ্চ থেকে তোপ ক্রেতাসুরক্ষা মন্ত্রীর

এদিকে, সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলে ফুরফুরে মেজাজে ভারতীয় শিবির। রবিবার ম্যাচের পর কে এল রাহুলকে রীতিমতো অভিনব পদ্ধতিতে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয়। এতদিন ড্রেসিংরুমেই এই পুরস্কার দিতেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। কিন্তু রবিবার তিনি সবাইকে ড্রেসিংরুমের বাইরে আসতে অনুরোধ করেন। ভারতীয় ক্রিকেটাররা সাজঘরের বাইরে পা রাখতেই একানা স্টেডিয়ামের যাবতীয় আলো নিভে যায়। অন্ধকার স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে রাহুলের ১ নম্বর জার্সির অবয়ব। এরপর শ্রেয়স আইয়ারের হাত দিয়ে রাহুলকে ম্যাচের সেরা ফিল্ডারের পদক দেওয়া হয়। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার অন্দরমহলে এখন আত্মবিশ্বাসের জোরালো হাওয়া বইছে।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

14 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

34 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago