অবশেষে কাটল পশ্চিমি ঝঞ্ঝার রেশ। পরিষ্কার আকাশের সঙ্গে ফিরছে রোদ ঝলমলে দিন। কয়েকদিন টানা বাড়ার পর শুক্রবার থেকে ফের কমতে শুরু করবে তাপমাত্রা (Temperature)। তবে তা বেশিদিনের জন্য স্থায়ী নাও হতে পারে, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন বছরের প্রথমদিন থেকে চার-পাঁচদিন কলকাতা-সহ (Kolkata) রাজ্যে (West Bengal) শুষ্ক আবহাওয়া থাকবে। তবে রাতের তাপমাত্রা প্রতিদিনই ধীরে ধীরে কমবে। এই খবর খুশি করবে শীতবিলাসীদের (Winter)। কিন্তু তাঁদের জন্য খারাপ খবরও রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ তারিখ উত্তর- পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে চলেছে। ফলে আগামী ৫ জানুয়ারি থেকে ফের রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। শনিবার সারাদিন শহর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশেই থাকবে। জেলাতে আরেকটু কম। তবে ফের জাঁকিয়ে ঠান্ডা (Winter) উপভোগ করতে হলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।
আরও পড়ুন-চাপের মুখে পিছু হঠল কেন্দ্র