১২ টাকাতেই পাপমুক্তি! মিলছে সরকারি শংসাপত্রও

Must read

১২ টাকাতেই পাপমুক্তি! মিলছে সরকারি শংসাপত্রও (Paap Mukti certificate)। অনেকেই পাপ থেকে মুক্ত হতে গঙ্গায় ডুব দেন। এবার পুকুরে ডুব দিলেই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। কোথায় রয়েছে এমন মন্দির?

মন্দিরটি রয়েছে রাজস্থানে।  মরু রাজ্যের প্রতাপগড় জেলায় রয়েছে গৌতমেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরকে জাগ্রত মন্দির বলেই মানেন বাসিন্দারা। মন্দির কতৃপক্ষের দাবি, এই মন্দিরের পবিত্র মন্দাকিনী কুণ্ডে ডুব দিলেই ধুয়ে মুছে যাবে পাপ। আর মাত্র ১২ টাকার বিনিময়ে পাওয়া যাবে পাপমুক্তি সার্টিফিকেট (Paap Mukti certificate)। এর ফলে গৌতমেশ্বর মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়।

আরও পড়ুন- ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কার জিতলেন বাঙালি লেখিকা

মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রতি বছর ২৫০ থেকে ৩০০ জনকে এই শংসাপত্র দেওয়া হয় বলেই জানা গিয়েছে। কোনও ব্যক্তির কাছে এই সার্টিফিকেট থাকার অর্থ, তিনি আগে যাই করুন, বর্তমানে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত। মন্দির ট্রাস্ট যে সার্টিফিকেট দেয় তা রাজস্থান সরকারের ‘দেবস্থান দফতরে’র অন্তর্গত বলেই খবর। শংসাপত্র স্বাক্ষর করেন সরকারি আমিন। এর ফলে পাপমুক্তির শংসাপত্র নিয়ে বিতর্ক দানা বেধেছে।

শোনা যায়, গোহত্যার পর পাপ মুক্তির জন্য এই কুণ্ডে ডুব দিয়েছিলেন মহর্ষি গৌতম। তাই যাঁরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্রাণী হত্যার পাপ করেছেন কিংবা জাত বা সম্প্রদায়কে থেকে যাঁদের বয়কট করা হয়েছে, তাঁরাই এভাবে পাপ মুক্তির পথ খোঁজেন।

Latest article