প্রতিবেদন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। পার্থের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট। পুরনো ওয়াকার মতো দারুণ গতিময় উইকেট না হলেও পিচে কিছুটা ঘাস থাকছে। শক্ত উইকেটে গতি, বাউন্সকে কাজে লাগিয়ে পাক ব্যাটিংকে চাপে ফেলার পরিকল্পনা প্যাট কামিন্সদের।
আরও পড়ুন-রাষ্ট্রসংঘে শোরগোল ফেলল মণিপুরের ১২ বছরের লিসিপ্রিয়া
পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার পর ব্যাটসম্যান হিসেবে নতুন পরীক্ষায় বাবর আজম। নতুন পাক অধিনায়ক শান মাসুদ অস্ট্রেলিয়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের রেকর্ড ভাল নয়। অপটাসের উইকেটের অতিরিক্ত বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে নেটে বিশেষ প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছেন বাবর-মাসুদরা।
টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে পাকিস্তানকে সতর্কবার্তা শুনিয়েছেন তারকা অস্ট্রেলীয় ব্যাটার স্টিভ স্মিথ। তাঁর আশা পার্থের উইকেটের গতি-বাউন্স সমস্যায় ফেলবে পাক ব্যাটারদের। স্মিথ বলেছেন, ‘‘আমার মনে হয়, গতি-বাউন্স এখানে থাকবে। যেটা সাধারণত আমরা পাই এখানে। কিছুটা ঘাসও থাকবে উইকেটে। শুরুতে সিম মুভমেন্ট হবে। বল একটু নড়াচড়া করবে। তবে খেলা যত এগোবে, উইকেট কিছুটা সহজ হবে। তৃতীয় দিনের পর গরমে পিচে ফাটলও দেখা দিতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে।’’
আরও পড়ুন-শীর্ষ আদালতের রায় অমান্য করে বিল পাশ কেন্দ্রের
অপটাস স্টেডিয়ামের পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘উইকেট একটু শক্ত হবে এবং কিছুটা ঘাসও থাকবে। ফাস্ট বোলার এবং ব্যাটারদের জন্য উপযুক্ত উইকেট। টেস্ট ম্যাচের জন্য আদর্শ।’’