বিপজ্জনক, তোপ জহরের

ভারতের মতো গণতান্ত্রিক দেশে কারচুপির এই বৈধকরণ বন্ধ করার আর্জি জানান জহর সরকার।

Must read

প্রতিবেদন : মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিলের আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেন, এটি অবাধ ও সুষ্ঠু গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এর ফলে ইচ্ছাকৃতভাবে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের পদমর্যাদা একজন মন্ত্রী পরিষদের সচিবের পদমর্যাদার থেকেও নিচে নামানো হচ্ছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত শেষের পথে নির্মাণকাজ, শেষ পর্যায়ের কাজ দেখতে মন্ত্রী

তিনি অভিযোগ করেন, বিল পাশ হলে ভোটের সময়ে হওয়া কারচুপি বৈধতা পাবে। তাঁর মন্তব্য, ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এখন নির্বাচন কমিশনার নিয়োগে হস্তক্ষেপ হলে দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়ে যায়। ভারতের মতো গণতান্ত্রিক দেশে কারচুপির এই বৈধকরণ বন্ধ করার আর্জি জানান জহর সরকার।

Latest article