এলাকায় রেইকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত, বাড়ল পুলিশ হেফাজতের মেয়াদ

Must read

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (WB CM Mamata Banerjee) বাড়িতে ঢুকেছিল ধৃত হাফিজুল মোল্লা (Hafijul Mollah)। অভিযুক্তের সম্পর্কে আদালতে বিস্ফোরক তথ্য পেশ করল সিট। আচমকা নয়, রীতিমতো এলাকায় রেইকি করেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত। ৭ থেকে ৮ বার এলাকায় ঘুরে দেখে সে। এদিন, তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে ১২০-B ধারাও যোগ করা হয়েছে।

আরও পড়ুন: পথনাটিকাতেও ভয় পাচ্ছে বিজেপি!

সোমবার, আদালতে তদন্তকারীরা জানান, এলাকার CC ক্যামেরা ফুটেজ থেকে জানা যায়, এলাকায় ৭ থেকে ৮ বার রেইকি করে হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ি ও আশপাশের বিভিন্ন ছবি তোলে অভিযুক্ত। সেই ছবি বিভিন্ন লোকের কাছে হোয়াটসঅ্যাপ করে সে।
এলাকা থেকে হাফিজুলের (Hafijul Mollah) মোবাইল ফোনটি উদ্ধার হয়। জানা যায়, ১১টি সিম (Sim) ব্যবহার করত সে। ফোন থেকে বিহার, ঝাড়খণ্ড এমনকী, বাংলাদেশেও কথা বলত অভিযুক্ত। দুর্গাপুজোর বিসর্জনের সময় নৌকোয় হাফিজুল বাংলাদেশে যায় বলেও, জেরায় জানতে পারে পুলিশ। যাঁদের সঙ্গে হাফিজুল যোগাযোগ রাখত তাঁদেরও এই মামলায় যোগ করতে চান তদন্তকারীরা। ধৃতকে ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতেই রাখার আবেদন মজুর করে আদালত।

Latest article