মানস দাস, মালদহ : এবার জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। শুরু হল স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) সঙ্গে আধার সংযোজনের প্রক্রিয়া। জালিয়াতি রুখতেই এমন পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের। ইতিমধ্যেই জেলার ব্লক ও গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়ে গিয়েছে আধার সংযোজনের কাজ। মালদহ জেলার চাঁচল ১ নং ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গত ৫ তারিখ থেকে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) আধার সংযোজনের প্রক্রিয়া। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে আধার সংযোগ করাতে হিড়িক পড়ে প্রমীলাদের। আধার সংযোগ করতে আসা চণ্ডীগাছির রুনা বিবি জানান, স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পেয়েছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কার্ড বন্ধ যেন না হয়, তাই আধার নম্বর সংযোগ করতে এসেছি। চাঁচলের ব্লক এলাকার আটটি পঞ্চায়েতেই জোরকদমে কাজ চলছে। প্রায় ৫৬ হাজার পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছে। ৩ হাজারেরও বেশি আধার সংযোগ প্রক্রিয়াকরণ শেষ হয়েছে। সকলেই যেন আধার সংযোগ করেন, এই বার্তা দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের বায়োপিক, পরিবারের সম্মতির অপেক্ষায় বলিউডের তিন পরিচালক