উইকেট থেকে সাহায্য পেয়েছি, দাবি প্রসিধের

Must read

আমেদাবাদ, ১০ ফেব্রুয়ারি : তরুণ পেস বোলার প্রসিধ কৃষ্ণর (Prasidh Krishna) আগুনে বোলিং মন জয় করে নিয়েছে সবার। ৯-৩-১২-৪, প্রসিধের স্বপ্নের স্পেল দেখে প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকর, ইয়ান বিশপরা। রোহিত শর্মা তো বলেই দিয়েছেন, ভারতের মাটিতে বহুকাল কোনও জোরে বোলারকে এমন স্পেল করতে দেখেননি।

অধিনায়কের এই মন্তব্য শুনে আপ্লুত প্রসিধ (Prasidh Krishna) নিজেও। কোনও রাখঢাক না করেই তিনি বলছেন, ‘‘রোহিত ভাইয়ের এই কথা আমার কাছে বড় পাওয়া। আমাদের হাতে খুব একটা বড় পুঁজি ছিল না। তাই পরীক্ষা-নিরীক্ষা না করে, শুরু থেকেই নিখুঁত লাইন ও লেংথে বল করতে চেয়েছিলাম। তবে স্বীকার করছি, পিচে ভাল বাউন্স ছিল। যা আমাকে বাড়তি সাহায্য করেছে।”

আরও পড়ুন: ঋদ্ধিমান রাজনীতির শিকার : কিরমানি

তরুণ ভারতীয় পেসার আরও বলেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর, শুরুতে বড্ড বেশি উত্তেজিত হয়ে বোলিং করতাম। তাই লাইন এলোমেলো হয়ে যেত। তবে এখন নিজের আবেগকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। আমি খুশি যে, দলের জয়ে অবদান রাখতে পেরেছি।” প্রথম দুটি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। শুক্রবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচ। প্রসিধ বলেন, ‘‘সিরিজ জিতে গিয়েছি বলে হাল্কা দেওয়ার প্রশ্নই ওঠে না। জয়ের ছন্দ ধরে রাখতে চাই।”

Latest article