ঋদ্ধিমান রাজনীতির শিকার : কিরমানি

Must read

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : ঋদ্ধিমান সাহার টেস্ট কেরিয়ার নিয়ে হঠাৎ করেই সৃষ্টি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন সৈয়দ কিরমানি (Syed Kirmani)। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার কোনও ভনিতা না করেই জানাচ্ছেন, ঋদ্ধিমান রাজনীতির শিকার।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কিরমানি (Syed Kirmani) বলেন, ‘‘ঋদ্ধিমান ভারতীয় দলে যখনই সুযোগ পেয়েছে, অসাধারণ পারফরম্যান্স করেছে। কখনও পিছিয়ে থাকেনি। যা রীতিমতো তারিফযোগ্য। কিন্তু ওকে বারবার বাদ দেওয়া হয়েছে। কারণ জাতীয় দলে ওর কোনও গ্রুপ নেই।” ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য আরও যোগ করেছেন, ‘‘ঋদ্ধি রাজনীতির শিকার। আমি ওকে চিরদিন মনে রাখব একজন দুর্দান্ত উইকেটকিপার হিসেবে।”

আরও পড়ুন: গোয়ায় ডবল ইঞ্জিন সরকার কী করেছে? মোদিকে প্রশ্ন

কিরমানি আরও বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই, ঋদ্ধিমান এখনও দেশের সেরা উইকেটকিপার। হ্যাঁ, ওর বয়স ৩৭ বছর হলেও। কিন্তু ঋষভ পন্থ বেশি সুযোগ পাচ্ছে ওর আগ্রাসী ব্যাটিংয়ে কারণে। অতীতে দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেলও এই একই কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েছে। তবে আমার মতে, টেস্টে ঋদ্ধিমানই সেরা পছন্দ হওয়া উচিত।”

Latest article