নতুন প্রতারণা

Must read

সাইবার জালিয়াতি রুখতে এরই মধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ-প্রশাসন। পাশাপাশি সতর্ক করা হচ্ছে আমজনতাকেও। এই পরিস্থিতিতে প্রতিদিনই মানুষকে বোকা বানাতে নতুন নতুন ফন্দি আঁটছে সাইবার জালিয়াতরা। এতদিন আধার-মোবাইল নাম্বার লিংক বা ব্যাঙ্কের কেওয়াইসি আপডেটের নামে ভুয়ো বার্তা পাঠিয়ে মানুষকে বোকা বানাচ্ছিল জালিয়াতরা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ। বুস্টার ডোজে নাম রেজিস্ট্রেশনের টোপ দিয়েও জালিয়াতির অভিযোগ সামনে এসেছিল। এবার আরও একধাপ এগিয়ে ভুয়ো বিভিন্ন সরকারি নথিকে ঢাল করে শুরু হয়েছে সাইবার জালিয়াতি। এতেই পরিষ্কার এই জালিয়াতদের হাত কতটা লম্বা। সাধারণ মানুষকে বোকা বানাতে এবার ট্রাফিক পুলিশের অনলাইন চালানকে হাতিয়ার করছে তারা। এরকম বেশ কয়েকটি ঘটনা এরই মধ্যে পুলিশের নজরে আসায় তাঁরা সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে। ট্রাফিক পুলিশের অনলাইন চালানের পাশাপাশি জালিয়াতরা আয়কর দফতরের মেল নকল করে তা পাঠিয়েও মানুষকে ফাঁদে ফেলছে। এইসব সরকারি সংস্থার নাম করে মেল বা বার্তা আসায় মানুষ সহজেই তা বিশ্বাস করছে। আর বিশ্বাস করে জালিয়াতদের পাঠানো লিংকে ক্লিক করছেন। আর তাতেই কাজ হাসিল করছে জালিয়াতরা।

আরও পড়ুন: গোয়ায় ডবল ইঞ্জিন সরকার কী করেছে? মোদিকে প্রশ্ন

Latest article