রোহিতদের ফিটনেস নিয়ে কড়া হচ্ছে বোর্ড

Must read

নয়াদিল্লি, ১৩ মার্চ : আইপিএল খেলার সময়ও রোহিত শর্মাদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) ফিটনেস সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হবে। শুধু তাই নয়, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও এনসিএ-র ট্রেনার এবং ফিজিওরা নিয়মিত যোগাযোগ রাখবেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে। সংশ্লিষ্ট ক্রিকেটার ও তাঁদের ফ্র্যাঞ্চাইজিদের ইতিমধ্যেই এই বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআই সূত্রের খবর, জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন দ্রাবিড়। এই তালিকায় রয়েছে অধিনায়ক রোহিত শর্মাও! এদিকে, আইপিএলের পর ঠাসা সূচি রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। বছরের শেষে টি-২০ বিশ্বকাপ। আগামী বছর আবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। তারকা ক্রিকেটাররা যাতে চোট-আঘাতের শিকার হয়ে না পড়েন, তাই এই পদক্ষেপ।

কোচ দ্রাবিড়ও ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে। দ্রাবিড় জানিয়েছেন, আইপিএল মাত্র দু’মাসের। কিন্তু ক্রিকেটারদের বাকি ১০ মাস দেশের হয়ে খেলতে হয়। তাই ফিটনেস নিয়ে কোনও সমঝোতা করা হবে না। আরও জানা গিয়েছে, দ্রাবিড় এবং এনসিএ-এর (National Cricket Academy) ফিটনেস বিশেষজ্ঞরা ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জমা দেবেন বোর্ড কর্তা ও জাতীয় নির্বাচকদের কাছে। দল নির্বাচনের সময় এই রিপোর্টকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

Latest article