কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে শুধু সমালোচনা নয়, এক জোট হয়ে প্রতিবাদের কথা বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো

EPF-এর সুদের হার কমানো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

“উত্তরপ্রদেশের ভোটে জয়ের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি (BJP) সরকার! গত চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ডের সুদের হার সবচেয়ে কমানো হয়েছে।“ EPF-এর সুদের হার কমানো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসে এবার নয়া চমক, আসানসোলে প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা ও বালিগঞ্জে বাবুল সুপ্রিয়

এই নিয়ে রবিবার, নিজের টুইটার হ্যান্ডেলে পরপর তিনি টুইট করেন মমতা। সেখানে তিনি লেখেন,
“উত্তরপ্রদেশের ভোটে জয়ের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি (BJP) সরকার! গত চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ডের সুদের হার সবচেয়ে কমানো হয়েছে। এর জেরে অতিমারির পর দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রমিক ও কর্মচারীদের উপর আর্থিক চাপ বাড়বে।“ মুখ্যমন্ত্রী অভিযোগ, কেন্দ্রের এই পদক্ষেপ কৃষক-শ্রমিক-মধ্যবিত্তের স্বার্থবিরোধী। কেন্দ্র সাধারণ মানুষকে অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দিয়ে বড় পুঁজিপতিদের স্বার্থ দেখছে। কেন্দ্রের এই কালো উদ্যোগকে ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দেওয়ার ডাক দেন মমতা।

আরও পড়ুন-চতুর্থ জয় মহামেডানের

যুদ্ধের আঁচে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা ছিল। কিন্তু না করে শনিবার জানা যায়, ২০২১-২২ অর্থবর্ষে ইপিএফ-এর সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ করা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র। ফলে প্রায় ৬ কোটিরও বেশি চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ পড়বে। এই সিদ্ধান্ত নিয়ে শুধু কেন্দ্রের সমালোচনা নয় এক জোট হয়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

Latest article