প্রতিবেদন : ২০১৪ সালের প্রাথমিকের মেধাতালিকায় থাকা কিছু নাম নিয়ে বিভ্রান্তি চলছে। তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীর! সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের অবস্থান স্পষ্ট করল। জানাল, বিষয়টা পুরোটাই কাকতালীয়। এদিন বিকেলে টেট তালিকায় নামবিভ্রাট ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল (Board President Goutam Paul) জানান, তালিকায় আমার নামও আছে। সারা পৃথিবীতে আমি একজনই, কিন্তু আমার নামের আরও অনেকে থাকতেই পারেন। এক্ষেত্রেও তাই হয়েছে। টেট মেধাতালিকার যেসব নাম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, সেইসব চাকরিপ্রার্থীদের ফোন নম্বর ও বাবার নাম প্রকাশ করে পর্ষদ। গৌতমবাবু (Board President Goutam Paul) বলেন, বিষয়টা পুরোটাই কাকতালীয়। তবে এঁরা সবাই-ই চাকরিপ্রার্থী। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে টেট মেধাতালিকায় কোনও ভুল নেই।
এদিকে এই বিষয়টিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদিও সেই নিয়ে আদালতের মামলা হওয়ার আগেই নিজেদের অবস্থান জানিয়ে দিল পর্ষদ।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪-র চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ১৮৩২ পাতার এই তালিকায় নাম রয়েছে ১ লাখ ২৫ হাজার টেট উত্তীর্ণর।
আরও পড়ুন-আজ বোলপুরে বৈঠকে ফিরহাদ