প্রতিবেদন : কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা রাখল পর্ষদ। একই সঙ্গে শুরু হল প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। নিয়োগ নিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য তৈরির চেষ্টায় নেমেছে বিরোধীরা। সেই সময় নির্ধারিত দিন ও সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাদের স্পষ্ট বার্তা দিল সরকার। দীর্ঘ আট বছরের অপেক্ষার পর শুক্রবার শুরু হয়েছে উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ। ১৬০০-র কাছাকাছি প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন। আবার একই দিনে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া।
আরও পড়ুন-কড়া আক্রমণে বিরোধীদের ফায়দা তোলার চেষ্টা ধূলিসাৎ, করুণাময়ীর কুৎসার জবাব দিল তৃণমূল
১১ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এদিকে একাংশের প্রার্থীর ইন্টারভিউ ছাড়াই নিয়োগের অন্যায্য দাবিকে সামনে রেখে পথে নেমেছে বাম, বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দল। দিকে দিকে পথ অবরোধ, ঘেরাও, ধরনার মধ্যে দিয়ে তারা সাধারণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, নীতি ও পদ্ধতি মেনেই স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হবে।
আরও পড়ুন-ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দফতর
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন জানানো হয়েছে, www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org, দুই ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, স্কুল শিক্ষা দফতর থেকে ১১ হাজারেরও বেশি শূন্য পদ তাঁরা পেয়েছেন। সেই শূন্য পদগুলিতেই নিয়োগ করা হবে। তিনি এও জানিয়েছেন, বছরে দু’বার নিয়োগ হবে। কোনও টেট পরীক্ষার্থী বসে থাকবেন না। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে বেনজির পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্নের মুখে পড়লে যাতে প্রমাণ হাজির করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে এই সিদ্ধান্ত। নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে।
আরও পড়ুন-দীপাঞ্চলের মানুষকে সরানো হবে
এদিকে উচ্চপ্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন ১৫৮৫ জন। সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সদর কার্যালয় আচার্য সদনে এই ইন্টারভিউ নেওয়া হচ্ছে।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছেন, এই মাসের ২১, ২২, ২৮, ২৯ তারিখ এবং নভেম্বর মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।
ইন্টারভিউ শেষ হওয়ার পর মেধাতালিকা প্রকাশের জন্য আদালতের কাছে ফের আবেদন জানানো হবে। আদালত তা মঞ্জুর করলে, নভেম্বরের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করা হবে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-আগামী বছর ১২ দিন পুজোর ছুটি
২০১৪ সালের ৩০ জানুয়ারি এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ২০১৫ সালের ১৬ অগাস্ট পরীক্ষা নেওয়া হয় এবং ফল প্রকাশিত হয় ২০১৬ সালে। এরপর দু’বার ইন্টারভিউ এবং দু’বার মেধাতালিকা বেরোলেও, আইনি জটিলতার কারণে তা বাতিল হয়ে যায়।