বোলারদের কৃতিত্ব দিলেন অধিনায়ক

Must read

কলম্বো, ১২ সেপ্টেম্বর : পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারানোর ২৪ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলা নিশ্চিত করেছে ভারত (India- Asia Cup)। শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়ালালাগে ভারতীয় শিবিরে আতঙ্ক ছড়ালেও সেই ধাক্কা সামলে বোলাররা দলকে জয় এনে দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটের পর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট কুলদীপ যাদবের। ভারতের জয়ের অন্যতম নায়ক বাঁ-হাতি চায়নাম্যান স্পিনার। অনবদ্য বোলিং করেন হার্দিক পান্ডিয়াও। জয়ের পর কুলদীপ, হার্দিকের প্রশংসায় অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সঙ্গে আচমকাই দেখা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের, BGBS-এ আমন্ত্রণ জানালেন বিক্রমসিংঘেকে

খারাপ সময় কাটিয়ে জাতীয় (India- Asia Cup) দলে প্রত্যাবর্তনের পর যেভাবে ধারাবাহিকতা দেখাচ্ছেন কুলদীপ, তা দেখে মুগ্ধ ভারত অধিনায়ক। রোহিতের কথায়, “গত এক বছর ধরে কুলদীপ খুব ভাল বোলিং করছে। ও অনেক পরিশ্রম করেছে। বোলিংয়ে ছন্দ ফেরাতে কাজ করেছে। ওর শেষ ১৫টা ওয়ানডে ম্যাচে তার ফল আমরা দেখতে পেয়েছি। কুলদীপ আমাদের হাতে বিকল্প বাড়িয়েছে। এভাবে সামনে এগিয়ে যাওয়াটা খুব ভাল লক্ষণ।”
হার্দিকের বোলিং প্রসঙ্গে রোহিত বলেন, “গত দু’বছর হার্দিক ওর বোলিং নিয়ে খেটেছে। চাপের মধ্যেও এদিন যে স্পেল হার্দিক করেছে, সেটা দেখে আমি খুশি। মাত্র ২১৩ রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে রাখার কাজটা সহজ ছিল না। শেষদিকে পিচ একটু সহজ হয়ে গিয়েছিল। ব্যাটারদের সুবিধা হচ্ছিল। আমাদের স্নায়ুর চাপ ধরে রেখে বোলিংয়ে ধারাবাহিকতা দেখানোর চেষ্টা করেছি। ভাল ম্যাচ হয়েছে। আমরা চাপের মধ্যে এই ধরনের ম্যাচ খেলতে পছন্দ করি।”

Latest article