রাস্তা না জানলেই এখন সকলের ভরসা গুগুল ম্যাপ (Google map)। কিন্তু ম্যাপ কি সঠিক দিশা দেখায় সবসময়? শর্টকাট দেখতে গিয়ে অনেকসময়ই হয় বিপদ। তেমনই এক ঘটনা ঘটল কেরলের কোট্টায়াম জেলায়। বন্ধুরা মিলে রোড ট্রিপে বেরিয়ে অজানা রাস্তায় ভরসা পেলেন গুগুল ম্যাপে। কিন্তু ম্যাপ যে এভাবে ডুবিয়ে দেবে সেটা স্বপ্নেও ভাবেন নি তারা। বিশ্বাস করে অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ করে হঠাৎ করেই রাস্তা ছেড়ে গাড়ি গিয়ে পড়ল নদীতে!
আরও পড়ুন-নন্দীগ্রামে বৃদ্ধ ভোটারের মাথা ফাটাল কেন্দ্রীয় বাহিনী
ভাগ্যক্রমে ওই সময় সেখানে চলছিল পুলিশ পেট্রোলিং। কোনওমতে প্রাণ বাঁচল গাড়ির যাত্রীদের। হায়দরাবাদ থেকে কয়েকজন মিলে কেরলে ঘুরতে গিয়েছিলেন। আজ, শনিবার সকালে তিন যুবক ও এক যুবতী মিলে আলাপুজ্জা যাচ্ছিলেন। রাস্তা না চেনায় গুগল ম্যাপের ওপরেই ভরসা করেছিলেন তারা এদিন। ভাবতেই পারেন নি পথ দেখতে গিয়ে গুগুল ম্যাপ কুরুপ্পানথারা এলাকার এক নদীর মধ্যে গাড়ি নামিয়ে দেবে। কেরলে বর্ষা শুরু হয়ে গিয়েছে তাই অনেক রাস্তায় জল জমে গিয়েছে। এক নজরে বোঝার উপায় নেই কোনটা রাস্তা, কোনটা নদী। চালক গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে রাস্তার বদলে নদীতে গাড়ি নামিয়ে দিলেন। কিন্তু জল বাড়তে শুরু করায় বুঝতে পারেন এটি রাস্তা নয়, নদী। কিন্তু ততক্ষনে আর দরজা খোলার উপায় নেই। গাড়ি থেকেই চিৎকার শুরু করেন যাত্রীরা।
আরও পড়ুন-এদিন বন্ধ থাকছে টাইগার হিল সহ একাধিক পর্যটনকেন্দ্র
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পুলিশও পেট্রোলিং করছিল। তারাই গাড়িটিকে উদ্ধার করেন। খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই তামিলনাড়ুতেও একই ঘটনা ঘটেছিল। গুগল ম্যাপ অনুসরণ করে একটি গাড়ি সিড়ির মাঝখানে আটকে গিয়েছিল। গুগল ম্যাপ অনুসরণ করে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার বিপদের সম্মুখীন হয়েছে পর্যটকরা।