দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Pak Former PM Imran Khan)। দলের বিক্ষুব্ধ সাংসদদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ইমরান (Pak Former PM Imran Khan)। নির্বাচন কমিশনের কাছে ইমরানের দাবি ছিল, তাঁর দল তেহরিক-ই-ইনসাফের ২০ জন সাংসদকে বরখাস্ত করা হোক। কারণ তাঁর দলের ওই ২০ জন সাংসদ পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তবে কমিশন সেই আর্জি খারিজ করে দেয়। কমিশনের তরফ থেকে পাল্টা বলা হয়েছে, তেহরিক-ই-ইনসাফের যে ২০ জন সাংসদের সাংসদপদ বাতিলের দাবি তোলা হয়েছে, সংবিধানের ৬৩-এ ধারা তা সমর্থন করছে না।
আরও পড়ুন: প্রেসিডেন্টকে সরানোর ষড়যন্ত্র, জেল হল জেনিন আনেজের