আতঙ্কের কারণ ‘সুপারবাগ’, পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর গোটা রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালে সুপার বাগ চিহ্নিত করতে হাব ও স্পোক মডেল কর্মসূচি গ্রহণ করল।

Must read

ঋতু পরিবর্তনের জেরে শিশু ও বয়স্কদের অসুখের পরিমাণ বাড়ে সেটাই স্বাভাবিক। হঠাৎ করেই অ্যান্টিবায়োটিককে (antibiotic) বুড়ো আঙুল দেখিয়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে সুপার বাগ (Super bug)। এছাড়া প্রতিনিয়ত চরিত্রের পরিবর্তন করছে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া। এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর গোটা রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালে সুপার বাগ চিহ্নিত করতে হাব ও স্পোক মডেল কর্মসূচি গ্রহণ করল। এছাড়া চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-জিমে ২১০ কেজি বারবেল তুলতে গিয়ে মৃত্যু বিখ্যাত বডি বিল্ডার জাস্টিন ভিকির

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, সুপারবাগ চিহ্নিত করতে হাব(বড় হাসপাতাল) এবং স্পোক(ছোট হাসপাতাল) মডেল কর্মসূচিতে ১৬টি মেডিক্যাল কলেজ বা হাবকে যুক্ত করা হচ্ছে ৮৩টি মহকুমা, জেলা, স্টেট জেনারেলের মতো মাঝারি স্তরের হাসপাতালের সঙ্গে। এসব মাঝারি হাসপাতাল বিভিন্ন রোগীর নমুনা বড় হাসপাতালে পাঠাবে। বড় হাসপাতালগুলি তা পরীক্ষা করবে। তারা তথ্য আপলোড করবে এ সংক্রান্ত সরকারি অনলাইন তথ্যভাণ্ডারে। পাঠাবে মাঝারি হাসপাতালগুলিতেও। এই পদ্ধতি মেনে চলবে চিকিৎসা।

আরও পড়ুন-বৃষ্টির দাপট দেবভূমিতে, উধাও ১০৯ জাতীয় সড়কের একাংশ

উল্লেখ্য, যখন কোনো মাইক্রোঅর্গানিজম (বিশেষত ব্যাকটেরিয়া) অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে, তখন সেটাকে বলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স। আর যখন কোনো ব্যাকটেরিয়া একাধিক ড্রাগ রেজিস্টেন্স জিন বহন করে তখন তাকে বলা হয় মাল্টিড্রাগ রেজিস্টেন্ট বা সুপার বাগ। অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যুদ্ধ করে বেঁচে থাকতে পারে। যা এখন সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে চিকিৎসা বিভাগের কাছে।

 

Latest article