৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। সেই কারণে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার, রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেট নিয়ে তিনি ব্যস্ত। সেই কারণে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে ডাকা কেন্দ্রের বৈঠকে যোগ দিতে দিল্লি যেতে পারছেন না তিনি। তাঁর বদলে বৈঠকে উপস্থিত থাকবেন দুই বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- মঙ্গলে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাম জমানার প্যানেলের ৩২৮ জনের তালিকা প্রকাশ: জানালেন কুণাল
One Nation One Electon নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালানোর ষড়যন্ত্র করছে মোদি সরকার। বাংলার বকেয়ার দাবিতে রেড রোডে ৪৮ ঘণ্টা ধর্নামঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যেতে চাইছে মোদি সরকার। সভা মঞ্চ থেকে মমতা জানিয়ে ছিলেন, কেন্দ্রের ডাকা One Nation One Electon নিয়ে তৈরি কমিটির বৈঠকে যোগ দিতে ৫ ফেব্রুয়ারি দিল্লি যাবেন। ৬ তারিখ বৈঠক করে সন্ধেয় ফিরে আসবেন। কিন্তু এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বাজেট নিয়ে তিনি ব্যস্ত আছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে বাজেট নিয়ে আলোচনা হয়। হাতে মাত্র আর দুটি সময়। এই সেই কারণে তিনি দিল্লি যেতে পারছেন না। এই বিষয়ে তিনি কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ফোনে কথা বলেন। মমতার কথায়, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত ভদ্রমানুষ। মুখ্যমন্ত্রী বলেন, যদি সম্মতি দেওয়া হয়, তাহলে তিনি তাঁর দলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রতিনিধি হিসেবে বৈঠকে পাঠাবেন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রামনাথ কোবিন্দ। সেই মতো বৈঠকে যাবেন দুই তৃণমূল সাংসদ।