ভাঙড়ের পরে নরেন্দ্রপুর থানাকেও ভেঙে আনা হল কলকাতা পুলিশের অধীনে, সিদ্ধান্ত মন্ত্রিসভায় 

Must read

ভাঙড়ের পরে এবার নরেন্দ্রপুর থানাকেও ভাগ করে আনা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে। নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষকদের মারধরের ঘটনা নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই এবার নরেন্দ্রপুর থানাকে খেয়াদহ ও আটঘরা থানায় ভেঙে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

নবান্ন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অধীন খোয়াদহ ও আটঘরা দুটি নতুন তৈরি করা হয়েছে। এই ২টি থানাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

আরও পড়ুন- ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট, দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্রপুর থানাকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে মন্ত্রিসভা সম্মতি দেওয়ার পরেই প্রস্তাব গৃহীত হয়। সূত্রের খবর, এই দুটি থানার জন্য বিভিন্ন পদে মোট ৩১৪টি পদ সৃষ্টি করা হচ্ছে।

Latest article