গ্র্যামি এল ভারতে! দেশকে গর্বিত করলেন জাকির, শঙ্কর ও রাকেশ

Must read

জগৎসভায় ভারতীয় সঙ্গীতের জয়জয়কার। গ্র্যামির মঞ্চ জুড়ে ভারতের জয়ধ্বনি। বাঁশির সুরে বিশ্বজয়। ভারতের চার সঙ্গীতশিল্পী জিতে নিলেন গ্র্যামি পুরস্কার। এদের মধ্যে জোড়া গ্র্যামিও এল ঝুলিতে। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত করা হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’কে। এই ব্যান্ডের সঙ্গেই জড়িয়ে রয়েছেন ভারতের চার প্রথিতযশা সঙ্গীতশিল্পী।

রবিবারই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। খবর সামনে আসতেই ভারতের সঙ্গীতপ্রেমীদের মধ্যে প্রাণখোলা উল্লাস। উস্তাদ জাকির হুসেন থেকে শুরু করে শঙ্কর মহাদেবন, গণেশ রাজাগোপালন, জন ম্যাকলাফলিন ও ভি সেলভাগণেশ এই শক্তির সদস্য। এঁদের সঙ্গে বিজয়ীর তালিকায় নিজের নাম তুলেছেন বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।

আরও পড়ুন- ভাঙড়ের পরে নরেন্দ্রপুর থানাকেও ভেঙে আনা হল কলকাতা পুলিশের অধীনে, সিদ্ধান্ত মন্ত্রিসভায় 

তবলাবাদক উস্তাদ জাকির হুসেন তিনটি সম্মান পেলেন। তাঁর সৃষ্টি ‘পশস্তো’র জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে পুরস্কার জিতেছেন তবলার সম্রাট। তবে ‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসাবে বিজয়ী হওয়ার পাশাপাশি সোমবার গ্র্যামির মঞ্চে দ্বিতীয়বার পুরস্কৃত হলেন তিনি। জাকিরের সৃষ্টি ‘পশতো’ গ্র্যামির মঞ্চে পুরস্কার পায়। একই সম্মানে ভূষিত হয়েছেন গায়ক শঙ্কর মহাদেবন। জাকির হোসেনের সঙ্গে বিজয়ী হয়েছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। রাকেশও দুটি গ্র্যামি পুরস্কার জিতেছেন। অন্যদিকে রাজা গোপালন, ভি সেলভাগণেশও পেয়েছেন গ্র্যামি।

Latest article