মঙ্গলে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বাম জমানার প্যানেলের ৩২৮ জনের তালিকা প্রকাশ: জানালেন কুণাল

Must read

জট খুলল ২০০৯ এর অর্থাৎ বাম জমানার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি প্যানেলের। ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ জনের নিয়োগ হলেও বাকি ৩২৮ জনের চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে আন্দোলন-ধর্না চালিয়ে যাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কুণাল ঘোষের (Kunal Ghosh) মধ্যস্থতায় এবার জট কাটল সেই প্যানেলের। কুণালের মধ্যস্থতায় সেই জট খুলে দ্রুত নিয়োগ পেতে চলেছেন বাকি ৩২৮ জন চাকরিপ্রার্থী।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিশুদের নিয়ে নয়া ফরমান জারি করল জাতীয় নির্বাচন কমিশন

কুণাল এদিন বলেন, ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ আগেই নিয়োগ পেয়েছেন। বাকি ছিল ৩২৮ জন। সেই বাকি চাকরিপ্রার্থীদের প্যানেল নিয়ে একটি আলোচনা হয়েছে ও তার একটি ফল পাওয়া গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশে, শিক্ষামন্ত্রীর উদ্যোগে, পর্যদ সভাপতির প্রচেষ্টায় এবং সর্বোপরি ডিপিএসসি-র চেয়ারম্যান অজিত কুমার নায়েকের পরিশ্রমে প্যানেলের বাকি চাকরিপ্রার্থীদের নামের প্যানেল আগামীকাল তথা মঙ্গলবার প্রকাশ হতে চলেছে। মঙ্গলবার ডিপিএসসি অফিস থেকে বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে বাকি চাকরিপ্রার্থীদের প্যানেল প্রকাশ করবেন ডিপিএসসি-র চেয়ারম্যান অজিত কুমার নায়েক এবং আগামীকাল থেকেই প্যানেলের চাকরিপ্রার্থীদের নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। কুণাল আন্দোনলকারী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন, যে আন্দোলন চলছে তার জট ধাপে ধাপে খুলছে। আপনারা দয়া করে ধরনা প্রত্যাহার করুন। প্রয়োজনে আরও এই বিষয়ে আলোচনা করা যাবে।

Latest article