লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিশুদের নিয়ে নয়া ফরমান জারি করল জাতীয় নির্বাচন কমিশন

আজকের নির্দেশিকায় বলা হয়েছে, লোকসভা নির্বাচনের কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা যেতে পারবে না।

Must read

বেশি দেরি নেই লোকসভা নির্বাচন (Loksabha elction)। আজ, সোমবার এক নির্দেশিকায় জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission) জানিয়েছে, লোকসভা নির্বাচনের যেকোন রকম কাজে কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। এই মর্মে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করছে। কোনও রাজনৈতিক দল শিশুদের ভোটের কাজে ব্যবহার করতে পারবে না। মিছিল, ক্যাম্পেইন, স্লোগান, পোস্টার বিলি কোনও কিছুতেও ছোটদের ব্যবহার করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয় নির্দেশ অমান্য করলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে ২০১৬ সালের শিশু শ্রমিক বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ করবে।

আরও পড়ুন-স্মোক অ্যাটাকের পর আজ প্রথম অধিবেশনে বিধানসভা জুড়ে কড়া নিরাপত্তা

আজকের নির্দেশিকায় বলা হয়েছে, লোকসভা নির্বাচনের কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা যেতে পারবে না। কোনও বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। নির্বাচনের সময় যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নির্বাচন কমিশনের এমন নির্দেশিকা এই মুহূর্তে রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন-উত্তর পাকিস্তানে থানায় হা.মলা ৩০ জঙ্গির, মৃ.ত ১০ অফিসার

জাতীয় নির্বাচন কমিশন সংশোধিত শিশুশ্রম আইন ২০১৬ সালের উল্লেখ করে এবং ২০১৪ সালের বোম্বে হাইকোর্টের এই বিষয়ে রায়কে মান্যতা দিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পরিষ্কার করেই জানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে প্রচারের সময় শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ মেনে চলতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা জেলা প্রশাসন থেকে শুরু করে এজন রাজনৈতিক ব্যক্তিত্বকেই পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Latest article