ব্যুরো রিপোর্ট : জঙ্গলমহলের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও জনসভা। হাতে সময় নেই। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক জনসভা রয়েছে পুরুলিয়া মফসসল থানার হুটমুড়া ময়দানে। সভায় লক্ষাধিক মানুষ আসবেন উন্নয়নের বার্তা শুনতে। সেই বিপুল জনতাকে কীভাবে স্বাচ্ছন্দ্য দেওয়া যাবে, কীভাবে শৃঙ্খলা রাখা যাবে, তা স্থির করতে প্রস্তাবিত সভাস্থলে গিয়ে খতিয়ে দেখলেন তৃণমূল পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, সোমবার সকালে। সঙ্গে ছিলেন হুটমুড়ার বাসিন্দা, জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রহমামিন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রকল্পই করছে রেল
সভাস্থলে দাঁড়িয়ে সৌমেন বলেন, সভাটি সরকারি হলেও যাঁরা পরিষেবা তালিকায় নেই, তাঁরাও আসবেন। এই ময়দানে আগেও মুখ্যমন্ত্রীর সভা হয়েছে। ফলে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আকাশপথে সভাস্থলে আসছেন। পুরুলিয়ায় সভা করেই বাঁকুড়া চলে যাবেন। সভায় রাস্তানির্মাণ, পুকুরসংস্কার, জমির উন্নয়ন ইত্যাদি পঞ্চাশটিরও বেশি প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। থাকবে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধাদান। এ ছাড়া রঘুনাথপুর শিল্পতালুকে শিল্পায়ন নিয়েও নতুন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে নিরাপত্তা
দলের বর্ষীয়ান নেতা, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো বলেন, আমাদের ধরে নিতে হবে দু লক্ষের বেশি মানুষ আসবেন। মুখ্যমন্ত্রী আসা মানেই স্বপ্নপূরণ। এটা মনে রাখতে হবে।
পুরুলিয়া সফর সেরে দুদিনের সফরে বাঁকুড়া আসছেন মুখ্যমন্ত্রী। ১৬ ফেব্রুয়ারি, বিকেলে তাঁর পুরুলিয়া থেকে আসার কথা। তাই বাঁকুড়ার স্টেডিয়ামে হেলিপ্যাডে হল মহড়া। রাতে বাঁকুড়া সার্কিট হাউসে থাকবেন। পরদিন বাঁকুড়া দু নম্বর ব্লকের বলরামপুরে হবে সরকারি পরিষেবা প্রদান সভা। মুখ্যমন্ত্রীর আগমন নিয়ে বাঁকুড়া শহর জুড়ে সাজ-সাজ রব।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…