সংবাদদাতা, আলিপুরদুয়ার : আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সরকারি অনুষ্ঠানে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই তিন জেলার প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তাকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি।
আরও পড়ুন-আরভিএম পদ্ধতির বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন অভিষেক
এ ছাড়াও এই তিন জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। তার মধ্যে আলিপুরদুয়ারে প্রস্তাবিত আদালত ভবনের শিলান্যাস, জয়গাঁয় স্টেডিয়ামের উদ্বোধন অন্যতম। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রায় পনেরো হাজার মানুষকে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও তোর্সা, মুজনাই ও ঢেকলাপাড়া চা-বাগানের ১১২৭টি শ্রমিক পরিবারের হাতে, তার স্বপ্নের প্রকল্প চা-সুন্দরী আবাস যোজনার চাবি তুলে দেবার কথাও আছে মুখ্যমন্ত্রীর। বুধবার সকালে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে আকাশপথে মেঘালয় পৌঁছে, সেখানে একটি নির্বাচনী জনসভা সেরে ফের বিকেলে হাসিমারা পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে সোজা চলে যান হাসিমারা গুরুদ্বারে।
আরও পড়ুন-ত্রিপুরায় হবে ১৬ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭-এ, উত্তর-পূর্বের ৩ রাজ্যে ভোট ঘোষণা কমিশনের
সেখানে অভিষেককে সঙ্গে নিয়ে প্রার্থনা সারেন তিনি। তারপর নিজেই সেখানকার প্রসাদ হালুয়া চেয়ে গ্রহণ করেন। তারপর মালঙ্গী লজে রওনা দেন। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর কল্পতরু রূপ দেখতে অধীর আগ্রহে তিন জেলার বাসিন্দারা। গত বুধবার হাসিমারায় পৌঁছে চা-শ্রমিকদের বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।