প্রতিবেদন : সপ্তাহের শুরুতে কিছুটা বাড়ল কলকাতার (Kolkata) তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কিন্তু সোমবার ২ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা।
আরও পড়ুন-চিড়িয়াখানায় পশুদের স্টিলের খাঁচা
এছাড়া, হাওয়া অফিস জানিয়েছে, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার সকাল থেকে শহর ও শহরতলির নানা প্রান্তে হালকা কুয়াশা দেখা গিয়েছে। শীতের আমেজ অনুভূত হয়েছে ভোরের দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া প্রবেশে সাময়িক বাধা পেয়েছে।