প্রতিবেদন : শিক্ষক নিয়োগের মধ্যে এবার কলেজেও অধ্যাপক নিয়োগ শুরু করতে চলেছে রাজ্য। খুব শিগগিরই রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ শুরু হবে। তার জন্য কলেজগুলি থেকে সহকারী অধ্যাপকদের শূন্যপদের সংখ্যা জানতে চাইল কলেজ সার্ভিস কমিশন। সবক’টি কলেজ মিলিয়ে নির্দিষ্ট করে ঠিক কতগুলো শূন্যপদ রয়েছে তার বিস্তারিত তথ্য জানাতে হবে কলেজ সার্ভিস কমিশনকে৷
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স লিগে আজ মেসিদের সামনে জুভেন্টাস
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের তালিকা তৈরি করতে হবে। ২০২৩-এর ৩১ জানুয়ারির মধ্যে কমিশনকে এই তালিকা পাঠাতে হবে। গত কয়েক মাস ধরেই সরকারি কলেজে অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। ডিসেম্বর মাস পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। সেক্ষেত্রে ৩১ জানুয়ারির মধ্যে তালিকা চলে এলে তারপরেই মেধা তালিকা অনুযায়ী বিষয় ভিত্তিক প্যানেল প্রকাশ করবে কমিশন। চলতি বছরের জানুয়ারি মাসে রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে কলেজ সার্ভিস কমিশন৷ সেখানে বলা হয় মোট ৪৫টি বিষয়ের অধ্যাপক নিয়োগের জন্য ইন্টারভিউ নেবে কলেজ সার্ভিস কমিশন৷ কমিশনের আশা এবার শূন্যপদ কিছুটা বাড়বে৷ কারণ, ২০২২-এর শেষে অবসর নিতে চলেছেন এমন অধ্যাপকদের সংখ্যা এবার কিছুটা বেশি।