সংবাদদাতা, কাটোয়া : রেণু খাতুনকে মেরে ফেলার চেষ্টা করার ধারা বাতিল করল আদালত। সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মধুছন্দা বসু ওই ধারার মামলা বাতিল করে দেন। রেণু খাতুন অভিযোগ করেছিলেন, নার্সিংয়ের সরকারি চাকরি পাওয়ার পরে তিনি স্বামীকে ছেড়ে যেতে পারেন, এই আশঙ্কাতেই তাঁর ডানহাতের কব্জি কেটে নেওয়া হয়। এমনকী মুখে বালিশ চাপাও দিয়ে খুনের চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ধারার মামলাকে এবার বাতিল করে দিল আদালত।
আরও পড়ুন-ডুয়ার্সে শুরু হল চা ভ্রমণ
রেণু এখন বর্ধমানে নার্সিং প্রশিক্ষণ স্কুলে কর্মরত। ঘটনার এক মাসের মধ্যে খুনের চেষ্টা-সহ ছ’টি ধারায় চার্জশিট জমা দেয় পুলিশ। এবার রেণুর কব্জি কাটার মামলায় খুনের চেষ্টার ধারা বাতিল করল আদালত। চার্জশিটে উল্লেখ রয়েছে, রেণুর হাত কাটার পরে তাঁর স্বামীই তাঁকে হাসপাতালে নিয়ে যান। খুনের চেষ্টা হয়েছিল, এমন তথ্যপ্রমাণ মেলেনি বলেও জানান আইনজীবীরা। এরপরই মামলা বাকিদের সিদ্ধান্ত জানায় আদালত।