ফের মোদিরাজ্য! ধর্ষক, খুনিদের মুক্তি দিল কোর্ট

Must read

প্রতিবেদন : বিলকিস বানোর গণধর্ষণকারীদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। তার মধ্যেই ২০০২ সালে গোধরার নারকীয় দাঙ্গার সময়ে মুসলিম মহিলাদের গণধর্ষণ ও গণহত্যায় অভিযুক্ত ২৬ জন আসামিকে বেকসুর খালাস দিল গুজরাতের (Gujarat) এক নিম্ন আদালত (Court)। গত শুক্রবার পঞ্চমহল জেলার হালোলের অতিরিক্ত বিচারক গণধর্ষণ ও গণহত্যায় অভিযুক্তদের জামিন দিতে যে কারণ দেখিয়েছেন তাতে বিস্মিত আইনজীবীরা। বিচার চলাকালীন এই মামলায় অভিযুক্ত ১৩ আসামির মৃত্যুর কারণে বাকি অভিযুক্তদের বেকসুর খালাসের কথা উল্লেখ করেছেন বিচারক লীলাভাই চুদাসামা। ২০০২ সালের ১ মার্চ গোধরা দাঙ্গার সময়ে গান্ধীনগরের (Gandhinagar, Gujarat) কালোলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। ওই সংঘর্ষের সময়েই নিরাপত্তাহীনতার কারণে আশ্রয় নেওয়ার জন্য দেলোল থেকে কালোলে আসছিলেন মুসলিম সম্প্রদায়ের ৩৮ জন। কালোলের কাছে ওই দলের ওপরে হামলা চালানো হয়। দলে থাকা এক মহিলাকে ধর্ষণ করার পাশাপাশি ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। ওই নারকীয় ঘটনায় মোট ৩৯ জনের নামে মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন- ফের নয়া স্পাইওয়্যার কিনতে চায় কেন্দ্র! রিপোর্টে শোরগোল

Latest article