প্রতিবেদন : ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই। তদন্তে কেন গতি নেই, সেই প্রশ্ন করেন বিচারপতি। এই প্রশ্নের জবাবে সিবিআইয়ের তদন্তকারীরা নানান যুক্তি খাড়া করলেও, আদালত দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয়। এরই পাশাপাশি জামিনের অনুরোধ, ধর্না দেওয়ার কথা— কোনও কিছুই কাজে দিল না আজ।
আরও পড়ুন-নিয়োগে নতুন নিয়ম আনছে এসএসসি
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনেরই ২ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজত হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতের বিচারক এমনই রায় দিলেন। আগামী ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ সাতজনকে এদিন ফের আলিপুর আদালতে তোলা হয়। জামিনের আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়। আদালত প্রত্যেকেই জেল হেফাজতে পাঠিয়েছে।