টাকার পতন থামছেই না

সপ্তাহের শুরুতেই ফের টাকার দামে রেকর্ড পতন। এদিন ডলার প্রতি টাকার দাম নেমে হল ৮১.৫৫ টাকা। যা এখনও পর্যন্ত সর্বনিম্ন।

Must read

প্রতিবেদন : সপ্তাহের শুরুতেই ফের টাকার দামে রেকর্ড পতন। এদিন ডলার প্রতি টাকার দাম নেমে হল ৮১.৫৫ টাকা। যা এখনও পর্যন্ত সর্বনিম্ন। বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা দেখা দিয়েছে, তার জেরেই অধিকাংশ দেশে মুদ্রার দরের পতন হচ্ছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। এদিন ডলারের দাম বাড়তেই ডলার পিছু টাকার দামে ব্যাপক পতন হয়। এর আগে টাকার দামে পতন হওয়ায় ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮০.৯৯ টাকায় নেমে এসেছিল। ভারতীয় মুদ্রার এটাই ছিল সর্বনিম্ন দাম।

আরও পড়ুন-বেআব্রু কংগ্রেসের কোন্দল

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার কারণেই এই পরিস্থিতি। শুধু ভারত নয়, গোটা এশিয়াতেই মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। ভারতের মতোই চিন ও জাপানের মুদ্রা ইউয়ান ও ইয়েনের দামেও রেকর্ড পতন হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাজার বন্ধের সময় প্রতি ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ছিল ৮১.৫০ টাকা। সোমবার বাজার খুলতেই তা কমে দাঁড়ায় ৮১.৫২ টাকা। কিছুক্ষণের মধ্যেই তা সর্বনিম্ন স্তরে পৌঁছয়। শেষ পর্যন্ত ডলার পিছু টাকার দাম কমে দাঁড়ায় ৮১.৫৫ টাকা। দেশের আর্থিক মন্দা ও মুদ্রাস্ফীতি সামাল দিতে গত সপ্তাহেই আমেরিকা তাদের ফেডেরাল রিজার্ভ পলিসি পরিবর্তন করে। বাড়ায় সুদের হার।

Latest article