খেলা

স্বপ্নটা এখনও বেঁচে, এগিয়ে চল পর্তুগাল : রোনাল্ডো

দোহা: পতুর্গাল দাপটের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Portugal- Cristiano Ronaldo)। এই জয়ে যাঁর কিনা অবদান নেই!
সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর কোচ ফের্নান্দো স্যান্টোস যেমন মিডিয়ার মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে রোনাল্ডোর কোনও মতবিরোধ নেই। কৌশলগত কারণেই প্রথম একাদশে সিআর সেভেনকে রাখা হয়নি। যাবতীয় বিতর্ক উড়িয়ে দলের পাশে দাঁড়িয়েছেন রোনাল্ডো নিজেও! তিনি ইনস্টাগ্রামে লিখেছেন ‘‘পর্তুগালের জন্য অসাধারণ একটা দিন। বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে ঐতিহাসিক রেজাল্ট। প্রতিভা ও তারুণ্যে ভরপুর একটা দল অবিশ্বাস্য খেলল! যে দল নির্বাচন করা হয়েছিল তার প্রশংসা করতেই হবে। স্বপ্নটা এখনও বেঁচে। এগিয়ে চল পর্তুগাল।’’

এদিকে, সিআর সেভেনকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে তোপ দেগেছেন রোনাল্ডোর দিদি এলমা আভেইরো। তিনি ট্যুইট করেছেন, ‘‘যে লোকটা বছরের পর বছর ধরে পর্তুগিজ ফুটবলকে এত কিছু দিয়েছে, তাকে এভাবে অসম্মানিত হতে দেখে লজ্জিত।’’ কটাক্ষ করতে ছাড়েননি রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘মাঠে দাঁড়িয়ে ১১ জন জাতীয় সংগীত গাইছিল। কিন্তু সবার নজর ছিল তোমার (রোনাল্ডো) দিকে। আশা করি, ঈশ্বর ও ফের্নান্দো আরও একবার হাত মিলিয়ে তোমাকে ছাড়াই প্রথম দল নামাক। তাহলে আবারও এমন ম্যাজিক তৈরি হবে।’’

আরও পড়ুন-কোথায় যাবেন সিআর সেভেন, জল্পনা তুঙ্গে

ফিট, অথচ জাতীয় দলের জার্সি গায়ে রিজার্ভ বেঞ্চে বসে! দীর্ঘ ১৮ বছর পর রোনাল্ডোকে (Portugal- Cristiano Ronaldo) এই ভূমিকায় দেখল ফুটবল দুনিয়া। যিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেই স্যান্টোসের দাবি, ‘‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার সম্পর্ক দুর্দান্ত। আগেও ছিল, এখনও আছে। ট্যাকটিক্যাল কারণেই ওকে প্রথম দলে রাখা হয়নি। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই না। দলে বিভিন্ন ধরনের ফুটবলার আছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা আলাদা। প্রতিপক্ষ অনুযায়ী আমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। এই ম্যাচে যে দল নামালে দলের সুবিধে হবে, সেই দলই বেছে নিয়েছি। আমি তো বলব, অধিনায়ক হিসেবে দলের সামনে দুর্দান্ত একটা উদাহরণ তৈরি করেছে ক্রিশ্চিয়ানো।’’
পর্তুগিজ কোচ আরও বলেন, ‘‘ওর বয়স যখন ১৯, তখন থেকেই ওকে চিনি। ২০১৪ সালে আমি যখন পর্তুগাল জাতীয় দলের কোচ হই, ততদিনে ও তারকা হয়ে উঠেছে। ক্রিশ্চিয়ানো ও আমার মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। আমি এখনও ওকে দলের গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করি। ম্যাচের আগেই ওর সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলাম। আমার যুক্তি ক্রিশ্চিয়ানোও মেনে নিয়েছে।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

39 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago