মহুয়া ইস্যুতে সংসদে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়বে আজ

Must read

প্রতিবেদন : শীতকালীন অধিবেশনের প্রথমদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট সংসদে পেশ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরই মাঝে সূত্রের খবর, শুক্রবার সংসদে পেশ হতে চলেছে মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। লোকসভার স্পিকার ওম বিড়লা এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আধ ঘণ্টা সময়ও দেবেন।
টাকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়ার (Mahua Moitra) সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে। যদিও ইতিমধ্যেই জোরালোভাবে সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির কড়া প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলনেত্রীও। শুক্রবার রিপোর্ট পেশের কথা জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তা জানিয়েও দিয়েছেন তিনি। সুদীপের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিকও সরকারের একতরফা গাজোয়ারির প্রতিবাদ করেছেন। সকলেরই বক্তব্য, আত্মপক্ষ সমর্থনে মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত। তবে গোটা প্রক্রিয়ার জন্য মাত্র ৩০ মিনিট সময় বরাদ্দ করেছেন স্পিকার। প্রথমে সরকার পক্ষের একজন প্রস্তাব আকারে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করবেন। পরে মহুয়াকেও সেটা নিয়ে বলার সময় দেওয়া হতে পারে। প্রয়োজন পড়লে ধ্বনিভোটে ওই প্রস্তাব পাশ করাতে পারে কেন্দ্র। তবে সবটাই সংখ্যার জোরে আধঘণ্টার মধ্যে সেরে ফেলার চেষ্টা করবে গেরুয়া শিবির।

আরও পড়ুন- ডাল ভাত তরকারি ফল-মূল শস্য বনাম আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য

Latest article