গঙ্গাসাগরের উন্নয়নে কেন্দ্রীয় অনুদান দাবি

মোদির উপস্থিতিতে রাজ্যসভায় সওয়াল সুখেন্দুশেখরের

Must read

প্রতিবেদন : জানুয়ারিতেই প্রতি বছরের মতো অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর (Gangasagar) মেলা। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়।
এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায় গঙ্গাসাগরের (Gangasagar) পরিকাঠামোগত আরও উন্নয়নে কেন্দ্রীয় অনুদানের দাবি তোলেন। তিনি বলেন, সাগরদ্বীপের যেমন সুন্দর তটভূমি রয়েছে, তেমনই যুগ যুগ ধরে বাংলার গঙ্গাসাগর তীর্থক্ষেত্র হিসাবে সারাদেশে জনপ্রিয়। এরপর সাংসদ প্রশ্ন তোলেন, গঙ্গাসাগরকে কেন্দ্রীয় প্রকল্প ‘দর্শন’ বা ‘প্রসাদ’ স্কিমের অন্তর্ভুক্ত করে ‘আধ্যাত্মিক’ বা ‘তটভূমি সার্কিট’ হিসেবে ঘোষণা করা সম্ভব কি না। এর উত্তরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষণ রেড্ডি জানান, রাজ্য সরকারের কাছ থেকে এমন প্রস্তাব এলে অবশ্যই বিবেচনা করে অর্থবরাদ্দ করা হবে।
এদিকে রাজ্য প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের কিছু অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্দিরে লেগেছে নতুন রঙের ছোঁয়া। সমুদ্রতটে পাড় বাঁধানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি মন্দিরের রাস্তার দু’ধারে নতুন আলোও বসানো হচ্ছে। এছাড়া মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। মন্দির চত্বরে তৈরি হচ্ছে পাকা নিকাশি নালা। তবে গঙ্গাসাগর দেশের তীর্থযাত্রীদের কাছে জনপ্রিয় হলেও তার উন্নয়নে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মোদি সরকারের। আর সে-কারণেই গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি জানালেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন-মহুয়া ইস্যুতে সংসদে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়বে আজ

Latest article