শংসাপত্র পেয়েছেন ৫০ লক্ষ মানুষ

Must read

প্রতিবেদন : দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির থেকে এখনও পর্যন্ত প্রায় ৫০ লক্ষ মানুষ এস সি,এস টি এবং ওবিসি শংসাপত্র পেয়েছেন। আরও ভালোভাবে সরকারি পরিষেবা পাইয়ে দিতে রাজ্যরজুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এপর্যন্ত সাত দফা শিবির হয়ে গিয়েছে। অষ্টম দফা শিবির শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। আর সেখান থেকেই পাওয়া যাবে ৩৫টি সরকারি পরিষেবা। এই শিবির থেকেই রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ এসসি, এসটি, ওবিসি-র শংসাপত্র পেয়েছেন। পাশাপাশি আগের তুলনায় অনেক বেশি সরলীকরণ করা হয়েছে এই প্রক্রিয়া। বৃহস্পতিবার বিধানসভায় এক প্রশ্নের জবাবে একথা জানান, রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাাণ মন্ত্রী বুলুচিক বড়াই। তিনি বলেন, দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে এই শংসাপত্র দেওয়ায় সাধারণ মানুষের হয়রানি কমেছে। এ মাসেই রাজ্যংজুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। সেখান থেকে আরও বহু আবেদনকারীকে শংসসাপত্র দেওয়া হবে।

আরও পড়ুন- গঙ্গাসাগরের উন্নয়নে কেন্দ্রীয় অনুদান দাবি

Latest article