রাজ্যসভায় বাংলাভাগের চক্রান্তকারী বিজেপির মুখ

অপর আসনটিতে জয় নিশ্চিত বিজেপির। বিজেপি এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রার্থীকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠাতে চলেছে

Must read

প্রতিবেদন : আর চক্রান্ত, ষড়যন্ত্র, প্ররোচনা নয়। এবার সরাসরি বাংলা ভাগের অ্যাজেন্ডাকে সামনে রেখে মাঠে নামল বিজেপি। বাংলা থেকে রাজ্যসভায় নিজেদের একমাত্র আসনে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের অন্যতম হোতা অনন্ত মহারাজকে প্রার্থী করে নিজেদের নতুন রাজনৈতিক লাইন স্পষ্ট করে দিল গেরুয়া শিবির। পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে দীর্ঘদিন ধরে সরব রাজবংশী সমাজের নেতা অনন্ত মহারাজ। অনন্তকে বিজেপি রাজ্যসভায় প্রার্থী করায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সন্ত্রাসে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬টি আসনে নির্বাচন এবং একটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। এর মধ্যে একটি আসনের উপনির্বাচনে জয় নিশ্চিত তৃণমূলের। এ ছাড়া যে ৬টি আসনে পূর্ণ মেয়াদের জন্য সাংসদ বাছাই হবে, তাতেও পাঁচটিতে তৃণমূলের জয় নিশ্চিত। অপর আসনটিতে জয় নিশ্চিত বিজেপির। বিজেপি এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রার্থীকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠাতে চলেছে। এর আগে স্বপন দাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো বাংলার একাধিক ব্যক্তিত্বকে মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া-শিবির। তবে এই প্রথম নির্বাচনের মাধ্যমে বাংলা থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি পাঠাবে বিজেপি। আর সেই প্রার্থী হতে চলেছেন অনন্ত মহারাজ। যিনি পৃথক কোচবিহার আন্দোলনের অন্যতম মুখ।

আরও পড়ুন-হাইকোর্টে বিশ্বভারতীকে জরিমানা

অনন্তকে বিজেপি প্রার্থী করায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, এই মনোনয়নই প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিজেপি। অনন্ত মহারাজ ছাড়াও বিজেপি এদিন রথীন্দ্র বসুকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। কেন এই দাঁড় করানো হল তারও কোনও স্পষ্ট বার্তা নেই। যদিও বিজেপি মুখে বলছে ১৮ জুলাই তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তবে বিজেপির অন্দরের কানাঘুষো দলের সব বিধায়ক বঙ্গ- ভাগের নেতাকে মানতে নারাজ। তাই বিকল্প ব্যবস্থা।

Latest article