প্রতিবেদন : ডিসেম্বর ধামাকা যে আসলে বিজেপির ফাঁকা আওয়াজ মঙ্গলবার বিধানসভায় নিজেই ফাঁস করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, ডিসেম্বরে কী হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুকান্ত পরিষ্কার বলে দেন, যিনি একথা বলেছেন তিনিই বলতে পারবেন, তাঁকে জিজ্ঞেস করুন।
আরও পড়ুন-নীল হাঁড়িতে সাদা রসগোল্লা
এই ঘটনাই নয়, এদিন বিধানসভায় সুকান্ত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করতে আসবেন খবর পেয়ে তার আগেই বিধানসভা ছেড়ে চলে যান শুভেন্দু, যাতে রাজ্য সভাপতির মুখোমুখি হতে না হয়। সবটা শোনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপিতে সার্কাস চলছে। ডিসেম্বরের উত্তর শুভেন্দুই দিতে পারবেন এই বলে এদিন সুকান্ত কার্যত বিরোধী দলনেতার ঘাড়েই এর যাবতীয় দায় চাপিয়ে দিয়েছেন। গত কয়েকমাস ধরে শুভেন্দুই তো ক্রমাগত বলছেন, দেখুন না ডিসেম্বরে কী হয়। এই সরকার আর থাকবে না। ফলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তাই শুভেন্দুর ঘাড়েই এর দায় চাপিয়ে নিজে চাপমুক্ত হতে চেয়েছেন। যদিও কিছুদিন আগে পর্যন্ত সুকান্ত নিজেও বিরোধী দলনেতার পদাঙ্ক অনুসরণ করে আস্তিন গুটিয়ে বলছিলেন, দেখুন না ডিসেম্বরে কী হয়। যখন তিনি বুঝতে পেরেছেন শুভেন্দু তাঁকেই বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে ঠেলে সরিয়ে নিজে সভাপতি হওয়ার ছক কষেছেন, দিল্লির নেতাদের ক্রমাগত ভুল বোঝাচ্ছেন তাঁর বিরুদ্ধে, তখন থেকেই শুভেন্দুকে এড়িয়ে চলছেন সুকান্ত। সংবাদমাধ্যমের সামনে এখনও পর্যন্ত সৌজন্যের মোড়ক থাকলেও দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।
আরও পড়ুন-মেসি কত নিঃসঙ্গ, বুঝলাম এই হারে
বারবার প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার বিধানসভার অলিন্দেও দেখা গেল সেই কোন্দল। মঙ্গলবার, বিধানসভায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আসার কথা ছিল। কথা ছিল দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করবেন। কিন্তু শুভেন্দু অধিকারী কাউকে কিছু না জানিয়েই বিধানসভা থেকে বেরিয়ে যান। মাত্র হাতেগোনা কয়েকজন বিধায়ক ছিলেন সেসময়। সূত্রের খবর, রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করে তিনি অনুপস্থিত থাকবেন এটুকু জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি শুভেন্দু।
আরও পড়ুন-আজ জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী
যদিও, দলীয় কোন্দল ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যান সুকান্ত। তবে, সুকান্ত যাই-ই বলুন না কেন, শাক দিয়ে মাছ আর ঢাকা যাচ্ছে না। বিজেপির কোনও কর্মসূচিতেই এক মঞ্চে দেখা যাচ্ছে না দু’জনকে। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপিতে সার্কাস চলছে। গতকাল শুভেন্দু ৪৭ জন লোক নিয়ে সভা করেন। সেখানে সুকান্তর আসার কথা থাকলেও, মাঝপথ থেকে ফিরে যান। আর আজ বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও, বিজেপির রাজ্য সভাপতির পৌঁছনোর আগেই চলে যান শুভেন্দু। সার্কাস চলছে। সামনে ডিসেম্বর আসছে, এরকম অনেক সার্কাস দেখা যাবে।