খেলা হবে মাঠে, হুঙ্কার জুয়ানের, কাল মোহনবাগানের সামনে মুম্বই

জুয়ান মুখে এ কথা বললেও গত কয়েক দিন ধরেই রুদ্ধদ্বার অনুশীলনে মুম্বইয়ের আক্রমণ থামানোর মহড়া সেরেছেন ফুটবলারদের নিয়ে।

Must read

প্রতিবেদন : রবিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে এখনও জয় অধরা সবুজ-মেরুনের। চাকা ঘোরাতে কি পারবেন হুগো বুমোসরা? ম্যাচের ৪৮ ঘণ্টা আগে মোহনবাগান মাঠে সাংবাদিক সম্মেলনে এসে গ্রেগ স্টুয়ার্ট, লালিয়ানজুয়ালা ছাংতেদের নিয়ে উদ্বেগ গোপন করলেন না জুয়ান ফেরান্দো।

আরও পড়ুন-ভয়াবহ পথ দুর্ঘটনা কর্নাটকে, মৃত ৭ মহিলা, যোগী রাজ্যেও দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪

একই সঙ্গে মোহনবাগানের স্প্যানিশ কোচের হুঙ্কার, খেলা হবে মাঠে। এগারো জনের বিরুদ্ধে এগারো জনের। এখানে পরিসংখ্যান বিচার্য নয়। তবে মুম্বই ম্যাচের আগে মাঠে নেই দলের তারকা ডিফেন্ডার ফ্লোরেন্তিন পোগবা। শনিবার সকালে অনুশীলন করে দুপুরে মুম্বই রওনা হবে মোহনবাগান। পোগবাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। শুক্রবার দলের অনুশীলনে আসেননি তিনি। তাঁর চোট আছে কি না, জানা যায়নি। বাকিরা অবশ্য ফিট। বড় স্কোয়াড নিয়েই মুম্বইয়ের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে যাচ্ছেন জুয়ান।

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজার বিসর্জন উপলক্ষে শান্তিপুরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু

জুয়ান মুখে এ কথা বললেও গত কয়েক দিন ধরেই রুদ্ধদ্বার অনুশীলনে মুম্বইয়ের আক্রমণ থামানোর মহড়া সেরেছেন ফুটবলারদের নিয়ে। মুম্বইয়ের আক্রমণভাগ আইএসএলের অন্যতম শক্তিশালী। স্টুয়ার্টের মতো ফরোয়ার্ডের পাশে রয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পেরেরা দিয়াজ। এঁদের সঙ্গে দুই ভারতীয় ছাংতে এবং বিপিন সিংও মুম্বইয়ের আক্রমণভাগের বড় ভরসা। জুয়ানও এদিন বুঝিয়ে দিলেন, ছাংতেদের তিনি সমীহ করছেন। বললেন, ‘‘মুম্বইয়ের আক্রমণভাগ খুব ভাল, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু আমরা নিজেদের শক্তিতেই ফোকাস করছি। বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলের দিকে নজর দিতে চাইছি আমরা।’’ মুম্বইয়ের বিরুদ্ধে এখনও না জেতার রেকর্ড মাথায় রাখতে চান না জুয়ান। বললেন, ‘‘খেলা তো হবে মাঠে। এগারো জনের বিরুদ্ধে এগারো জনের। এখানে পরিসংখ্যান বিচার্য নয়। পরিসংখ্যান মাথায় রেখে ফুটবল খেলা হয় না।’’

Latest article