মুখবন্ধ খামে জমা পড়ল জ্ঞানবাপী সমীক্ষার রিপোর্ট

অক্টোবরে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হলেও বারবার সমীক্ষার রিপোর্ট পেশে অতিরিক্ত সময় দাবি করে এএসআই।

Must read

প্রতিবেদন : চারমাস পর জ্ঞানবাপী নিয়ে সমীক্ষার রিপোর্ট পেশ করল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। সোমবার মুখবন্ধ খামে বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কৃষ্ণ বিশ্বেসের কাছে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্টটি পেশ করা হয়। দুটি মুখবন্ধ খামে রিপোর্ট পেশের পর আদালত ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছে।

আরও পড়ুন-রাজ্যের সেতুগুলির নিরাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা পূর্ত দফতরের

২০২১ সালে বারাণসীর জ্ঞানবাপীতে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরির অভিযোগ তুলে মামলা দায়ের হয়। সেই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এএসআই-এর সমীক্ষা, যা বৈজ্ঞানিক ভিত্তিতে ঐতিহাসিক নিদর্শন তুলে ধরবে। দীর্ঘদিন ধরে সমীক্ষার দায়িত্ব দেওয়া নিয়ে আদালতে একাধিক মামলা চলে। গত ৩ অগাস্ট এলাহাবাদ হাইকোর্ট এএসআই-কে সমীক্ষার নির্দেশ দেয়, তবে ‘সিল’ করা এলাকার বাইরে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়। অক্টোবরে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হলেও বারবার সমীক্ষার রিপোর্ট পেশে অতিরিক্ত সময় দাবি করে এএসআই।

Latest article