প্রতিবেদন : রাজ্যে আরও বাড়ল করোনা সংক্রমণের গ্রাফ৷ উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার রাজ্যে বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের হার৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে কোভিড সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯৩ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৩ জন৷
আরও পড়ুন-কৃষিপণ্যের বাজার তৈরি করতে বৈঠক
সোমবার এই সংখ্যা ছিল ১ হাজার ১৩২ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন প্রাণ হারিয়েছেন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় হয়েছে ২১ হাজার ২২৮ জনের৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৯০ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫৯২ জন৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২০ লাখ ৩ হাজার ২৮৪৫ জন৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৮৫ জনের৷ রাজ্যে আরও ৯৯ হাজার ৬০৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ৭ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৯০৫ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৮২৫ জন৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন ৩৮ লাখ ৮২ হাজার ৪৭০ জন৷ স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জেলার সমস্ত হাসপাতালকে কোভিড শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার প্রতিনিয়ত করোনার উপর নজর রাখছে।