হাতে মাত্র তিনদিন। রামমন্দির (Rammandir) উদ্বোধন হতে চলেছে আগামী ২২ জানুয়ারি। এই দিনটিকে ‘ড্রাই ডে’ (Dry day) ঘোষণার দাবি জানিয়ে মামলা দায়ের হয় আদালতে। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিল। আগামী ২২ তারিখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি দিবস পালন করা হবে। এই কর্মসূচিকে বাতিল করার দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা করেন। কিন্তু কলকাতা হাইকোর্টে স্বাভাবিকভাবেই তাঁর মুখ পুড়েছে। এই মিছিলে অনুমতি দেয় আদালত।
আরও পড়ুন-গুজরাটের লেকে বোট উল্টে মৃ.ত ৬
মদের দোকান খোলা থাকার সঙ্গে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের কোন যোগসূত্র খুঁজে পান নি বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানান ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যজুড়ে মদের দোকান খোলা থাকতেই পারে। মদের দোকান বন্ধ রাখার জন্য মামলাকারীদের দাবি ছিল, রামমন্দির উদ্বোধনের দিন গোটা রাজ্যজুড়ে মদ্যপান বিরোধী দিবস হিসাবে গণ্য হওয়া উচিত। ওই দিনটিকে রাজ্যে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করা উচিত। মামলাকারীদের দাবি ছিল, ‘ইতিমধ্যেই চারটি রাজ্য ওই দিনটিকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করেছে। তাই বাংলাতেও ওই দিনটিকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হোক।’ নির্দ্বিধায় এই আবেদন খারিজ করে দেন বিচারপতি।
আরও পড়ুন-পরেরবার দেড়শো, ১৪৩টি বই প্রকাশের পর বইমেলায় বললেন মুখ্যমন্ত্রী
আজকের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে মামলার গ্রহণযোগ্যতার প্রশ্ন তুলে সেটি খারিজ করার আবেদন জানানো হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, ড্রাই ডে ঘোষণার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম আছে। স্টেট বেভারেজ কর্পোরেশন বিষয়টি দেখে। তাঁদের একাধিক বিধি রয়েছে। তাই এই বিষয়ে আদালত কোনরকম হস্তক্ষেপ করতে পারে না।