গুজরাটের লেকে বোট উল্টে মৃ.ত ৬

গুজরাটের (Gujrat) লেকে বোট উল্টে ছয় স্কুলপড়ুয়ার মৃত্যু হয়েছে। ভদোদরার কাছে হরনি লেকের কাছে বোট উল্টে এই দুর্ঘটনা ঘটেছে।

Must read

গুজরাটের (Gujrat) লেকে বোট উল্টে ছয় স্কুলপড়ুয়ার মৃত্যু হয়েছে। ভদোদরার কাছে হরনি লেকের কাছে বোট উল্টে এই দুর্ঘটনা ঘটেছে। বোটে মোট ২৭ জন পড়ুয়া ছিল। স্কুলের পিকনিকে গিয়েছিল তারা। শিক্ষকরাও এদিন তাদের সঙ্গে ছিলেন। লেকে বোটিংয়ের সময় এই ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। কয়েকজনকে উদ্ধার করা গেলেও বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন-পরেরবার দেড়শো, ১৪৩টি বই প্রকাশের পর বইমেলায় বললেন মুখ্যমন্ত্রী

ভদোদরার নিউ সানরাইজ স্কুলের তরফে তাদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা কয়েকজন পড়ুয়াদের উদ্ধার করেন। জানা গিয়েছে, পড়ুয়া বা শিক্ষকদের কেউ লাইফ জ্যাকেট পরেননি। এর ফলেই বোট উল্টে যাওয়ায় সকলে জলে ডুবে যান। সরকারিভাবে যদিও কিছু জানানো হয়নি। নিখোঁজের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। লেকের জলে ডুবুরি নামানো হয়েছে। ভদোদরার জেলাশাসক এবি গোর এই মর্মে বলেন, ‘অন্যান্য এজেন্সির সঙ্গে উদ্ধারকাজে নেমেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সদস্যরা। আমরা বাকিদের উদ্ধার করার চেষ্টা করছি।’

আরও পড়ুন-রামমন্দির উদ্বোধনে কর্মীদের অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের, সমালোচনা বিরোধীদের

ভদোদরা দমকল বাহিনীর প্রধান এই ঘটনা নিয়ে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলের হরনি লেকে একটি বোট উল্টে যায়। পড়ুয়ারা পিকনিকে এসেছিল। এখনও পর্যন্ত সাতজন পড়ুয়াকে উদ্ধার করেছে দমকল বাহিনী। নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সদস্যরা)।’

Latest article