পরেরবার দেড়শো, ১৪৩টি বই প্রকাশের পর বইমেলায় বললেন মুখ্যমন্ত্রী

Must read

চরম ব্যস্ততার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে লিখে ফেলেন কবিতা বা গদ্য সাহিত্য। ইতিমধ্যেই তাঁর ১৪৩টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছর কলকাতা বইমেলার আগে আরও ৭টি বই লিখে ১৫০ পার করে ফেলবেন। বৃহস্পতিবার, আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল। এবার বইমেলায় তাঁর ৬টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছরের মধ্যে ১৫০টি বইয়ের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ”আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি নিজেই জানি না।’’ বক্তব্যের মধ্যেই মঞ্চে উপস্থিত শাসকদলের নেতানেত্রীদের কাছ মমতা জানতে চান, তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা কত? এরপরেই বলেন, ‘‘আগের বার ১৩৭টা বই ছিল। এ বার ১৪৩টা হয়েছে। পরের বার আর সাতটা করে দেব, ১৫০ হয়ে যাবে।’’

আরও পড়ুন- পরেরবার দেড়শো, ১৪৩টি বই প্রকাশের পর বইমেলায় বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানান, ’’রাস্তায় ট্রাভেল করতে করতে বই লিখি। নিজের হাতে লেখার সময় কম। সব থেকে ভাল হয় যদি আমি বলি আর কেউ লিখে দেয়।’’ এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে তার মধ্যে বাংলার ঐতিহ্য নিয়ে বই থাকছে।

Latest article