বিচারপতির মন্তব্যে প্রশ্ন রাজনৈতিক মহলে

সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷

Must read

প্রতিবেদন : রাজ্যে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা৷ এই পরিস্থিতিতে অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা কোথায়? সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমায় শিক্ষক নিয়োগ নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন-ওটিতেই হাতাহাতি দুই ডাক্তারের

সেই সঙ্গে শিক্ষামন্ত্রীকে আইনে বদল আনার পরামর্শও দেন তিনি। এদিকে এই বিষয়টি নিয়ে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠেছে, যে বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত, তা নিয়ে আদালতের পরামর্শ কি আদৌ যুক্তিসঙ্গত? সমস্ত ব্যাপারটাই তো দেখার কথা সরকারের। এ ব্যাপারে যাবতীয় ভাবনাচিন্তা করার এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকার এবং প্রশাসনেরই। সেই দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন রাজ্য। স্বাভাবিকভাবেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।

Latest article