কৃষ্ণদের কোচ হচ্ছেন ফেরান্দো, নাটকীয় ট্রান্সফারে তোপ গোয়ার

হোসে মোলিনাকে আনতে হলে অনেক অসুবিধা। বায়ো-বাবল সমস্যা এড়াতে অ্যান্তোনিও লোপেজ হাবাসের উত্তরসূরি বাছাইয়ে চমক দিল এটিকে মোহনবাগান।

Must read

প্রতিবেদন : হোসে মোলিনাকে আনতে হলে অনেক অসুবিধা। বায়ো-বাবল সমস্যা এড়াতে অ্যান্তোনিও লোপেজ হাবাসের উত্তরসূরি বাছাইয়ে চমক দিল এটিকে মোহনবাগান। লিগের মাঝপথেই রয় কৃষ্ণদের কোচ হিসেবে এফসি গোয়ার স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোকে কার্যত চূড়ান্ত করে ফেলল তারা। রবিবার রাত পর্যন্ত সরকারিভাবে এটিকে মোহনবাগানের তরফে নতুন কোচের নাম ঘোষণা করা না হলেও সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ফেরান্দোর চুক্তির কাগজপত্র চূড়ান্ত হওয়ার পথে। প্রায় এক কোটির ট্রান্সফার অর্থ গোয়াকে দেওয়া হয়েছে বলে খবর। গোয়ার সম্ভবত দু’বছরের চুক্তিতে প্রীতম-হুগোদের নতুন হেড স্যার হচ্ছেন ফেরান্দো।

আরও পড়ুন-কেজরিকে পর্যটক বললেন সিধু

কিন্তু এই ট্রান্সফার চুক্তি সহজ মনে হলেও বিতর্ক এড়াতে পারেনি। সবুজ-মেরুন ম্যানেজমেন্ট প্রকাশ্যে কিছু না জানালেও খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন গোয়ার দলটির অন্যতম মালিক তথা প্রেসিডেন্ট অক্ষয় ট্যান্ডন। রবিবার দুপুরেই ফেরান্দোর মোহনবাগান কোচ হওয়ার খবর সামনে আসে। কিন্তু ট্রান্সফার চুক্তির বিষয়টির মধ্যে গোপনীয়তা না থাকায় এটিকে মোহনবাগানের উপর ক্ষোভ গোপন করেননি গোয়ার কর্তা।
অক্ষয় ট্যুইটারে লেখেন, ‘যাঁরা এই চুক্তিতে জড়িত, তাঁরা ফেরান্দোর রিলিজ ক্লজ চাওয়ার আগে বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়েছেন, সেটা দুর্ভাগ্যজনক।’

Latest article