পাচারের আগেই ৩১টি গাড়িবোঝাই ১৩৯টি গরু-মোষ আটক ধরে ফেললেন নেতা

গরুপাচার নিয়ে বিরোধীদের মিথ্যাচার সামনে এল। উল্টে তৃণমূল নেতৃত্বের সতর্ক নজরদারিতেই পাচারের আগেই ধরা পড়ল গরুবোঝাই গাড়ি।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া: গরুপাচার নিয়ে বিরোধীদের মিথ্যাচার সামনে এল। উল্টে তৃণমূল নেতৃত্বের সতর্ক নজরদারিতেই পাচারের আগেই ধরা পড়ল গরুবোঝাই গাড়ি। পুরুলিয়া বাঁকুড়া সড়কে নিয়মিত নজরদারি চালাচ্ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো ও তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার রাতে তাঁরা বিহার, উত্তরপ্রদেশ থেকে আগত ৩১টি গরুবোঝাই লরি আটক করলেন।

আরও পড়ুন-উচ্চশিক্ষা পাঠ্যক্রমের প্রস্তুতি, তিন বিভাগের জন্য মেডিক্যালে পৃথক বাড়ি

হুড়া নিমতল মোড়ের কাছে গাড়িগুলি আটকে রেখে তাঁরা পুলিশে খবর দেন। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘গরু আসছে কোথা থেকে? গরু তো উড়ে উড়ে নয়, হেঁটে হেঁটে আসছে। পাচার হলে তো বিএসএফের দায়িত্ব। সীমান্ত তো আর রাজ্য পুলিশের নয়। আর অন্য রাজ্য তো এই রাজ্য পুলিশের নয়। এই দেশে তো গরুর ব্যবসা অবৈধ নয়।’ জেলা পুলিশ জানিয়েছে, এদিন ২৩টি গাড়িতে ১৩৯টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। আটক গাড়িগুলি থেকে উদ্ধার হওয়া গরুগুলির মধ্যে আটটিকে মৃত পাওয়া যায়। গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে। পুলিশ সুপার এস সেলভামুরুগন জানিয়েছেন, গরুগুলি কারা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা দেখা হচ্ছে। প্রসেনজিৎ বলেন, কারা প্রকৃত পাচারকারী এবার দেখুক পুলিশ।

Latest article