জাতীয়

দলত্যাগের হিড়িকের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপির

প্রতিবেদন : দলত্যাগের হিড়িকের মধ্যেই শনিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকায় রয়েছে ১০৭ জন প্রার্থীর নাম। তালিকায় দেখা গিয়েছে, গোরক্ষপুর শহর কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রথম বিধানসভা ভোটে লড়বেন যোগী। প্রথম দফার প্রার্থী তালিকায় ৬৩ জন বিদায়ী বিধায়ককে ঠাঁই দেওয়া হয়েছে। বাকিরা সকলেই নতুন। প্রথম দফার প্রার্থী তালিকা থেকে বাদ গিয়েছে ২০ জন বিধায়কের নাম।

আরও পড়ুন-শৈত্যপ্রবাহের দোসর এবার কুয়াশা, বৃষ্টিও

বাদ পড়া বিধায়করা আগামীদিনে কী ভূমিকা নেবেন সেটা বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমাজবাদী পার্টি যদি টিকিট না পাওয়া এই বিধায়কদের ক্ষোভ কাজে লাগাতে পারে তাহলে সেটা বিজেপির পক্ষে যথেষ্ট বিপজ্জনক হবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের তিন মন্ত্রী সহ মোট দশজন বিধায়ক শাসক শিবির ছেড়েছেন। অধিকাংশই যোগ দিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। দলত্যাগীরা মূলত দলিত সম্প্রদায়ের। ভোটের মুখে বিজেপি ছাড়ার ঘোষণা করে সকলেই অভিযোগ করেছেন, গত পাঁচ বছর ধরে দলিত সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করেছে যোগী সরকার। ভোটে জেতার পর ফিরেও তাকায়নি। দলিতদের শুধুমাত্র ভোটে জেতার যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন-হেডের সেঞ্চুরি লড়াইয়ে রাখল অস্ট্রেলিয়াকে

এদিকে রাজ্যে প্রবল দলিতক্ষোভ সামাল দিতে প্রথম দফার প্রার্থী তালিকায় ৬০ শতাংশ দলিত ও অন্যান্য অনুন্নত সম্প্রদায়ের প্রতিনিধিদের নাম রেখেছে বিজেপি। রাজ্যের পিছড়ে বর্গ এবং এবং অতি পিছড়ে বর্গ সম্প্রদায়ের ভোটের উপর অনেকটাই নির্ভর করছে গেরুয়া শিবিরের ভাগ্য। রাজনৈতিক মহল মনে করছে, গত কয়েকদিন ধরে একের পর এক দলিত নেতা যেভাবে বিজেপি ছেড়ে গিয়েছেন তাতে অশনিসঙ্কেত দেখেছিল গেরুয়া দল। সেকারণেই তারা এবার বেশি করে দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষকে প্রার্থী করেছে।

আরও পড়ুন-যোগীকে খোঁচা অখিলেশের

প্রথম দফা প্রার্থী তালিকায় মুখ্যমন্ত্রীর মতোই নাম রয়েছে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের। তিনি লড়বেন কৌশাম্বী জেলার সিরাথু কেন্দ্র থেকে। উল্লেখ্য, যোগী আদিত্যনাথ এবং কেশবপ্রসাদ দু’জনেই বর্তমানে উত্তরপ্রদেশের বিধানসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্য। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন যোগী।

উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় ৪০৩টি আসনে ভোট গ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ। চলতি বিধানসভা নির্বাচনে বিজেপি অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল এবং অনগ্রসর নেতা সঞ্জয় নিষাদের নিষাদ পার্টির সঙ্গে জোট করছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago