শৈত্যপ্রবাহের দোসর এবার কুয়াশা, বৃষ্টিও

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল।

Must read

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। একাধিক রাজ্যে তুষারপাত এবং বৃষ্টি চলছে। টানা কয়েকদিন ধরে চলছে উত্তর ভারতের শৈত্যপ্রবাহ। প্রবল ঠান্ডায় রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের জনজীবন প্রায় বিপর্যস্ত।

আরও পড়ুন-হেডের সেঞ্চুরি লড়াইয়ে রাখল অস্ট্রেলিয়াকে

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু়’দিন উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতে ঠান্ডার দাপট থাকবে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। একই সময়ে, আগামী তিনদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে এবং আগামী পাঁচদিন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমে ঘন কুয়াশা থাকবে। এছাড়া আগামী দু’দিনের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশের একাধিক অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন-যোগীকে খোঁচা অখিলেশের

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে প্রবল শীতের মধ্যেও দিল্লির বাতাসের গুণমানের কোনও উন্নতি নেই। শনিবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৩৯ অর্থাৎ খুব খারাপ। কাশ্মীরের অধিকাংশ স্থানেই সর্বনিম্ন তাপমাত্রার পতন রেকর্ড করা হয়েছে। টানা ছয়দিন ধরে গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম।

Latest article