মহকুমা হচ্ছে ধূপগুড়ি, পাশ মন্ত্রিসভায়

Must read

প্রতিবেদন : যে কথা সেই কাজ। মহকুমা হচ্ছে ধূপগুড়ি (Dhupguri)। আজ বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এ-বিষয়ে সিলমোহর পড়ল। সিদ্ধান্ত হয়েছে ধূপগুড়ি ও বানারহাট নিয়ে আপাতত মহকুমা হিসেবে কাজ শুরু হবে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মহকুমা হবে ধূপগুড়ি। এই ঘোষণা যে শুধুই নির্বাচনী গিমিক নয় সেদিনই জোরের সঙ্গে বলেছিলেন অভিষেক। আজ আনুষ্ঠানিকভাবে ধূপগুড়িকে মহকুমা করার জন্য প্রসাশনের সর্বোচ্চ স্তরে সিদ্ধান্ত গৃহীত হল। এ-ছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন।

আরও পড়ুন- কালিম্পঙ-বিপর্যয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, যাচ্ছেন মন্ত্রীরা

রাজ্য সরকার রাজবংশী, কামতাপুরি, সাঁওতালির মতো আঞ্চলিক ভাষার প্রচার ও প্রসারে রাজ্য জুড়ে আরও বেশি করে স্কুল তৈরি ও শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১৯৮টি রাজবংশী, সাঁওতালি বিদ্যালয়ে পার্শ্বশিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য ৩৯৪টি নতুন পদ তৈরি করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গের ধূপগুড়ি (Dhupguri) ও বানারহাট ব্লককে নিয়ে নতুন ধূপগুড়ি মহকুমা তৈরি হচ্ছে— বলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত কালিম্পং-এর অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে উদ্বিগ্ন রাজ্য সরকার শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, সত্যজিৎ বর্মন ও গোলাম রাব্বানিকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রতিনিধি দলটি তিন দিন সেখানে শিবির করে থেকে স্থানীয় এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধান করার চেষ্টা করবে। রংপোর কাছে যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Latest article